41447

12/05/2025 সামান্থার সঙ্গে মধুচন্দ্রিমায় রাজ, ঘুম নেই প্রাক্তন স্ত্রীর

সামান্থার সঙ্গে মধুচন্দ্রিমায় রাজ, ঘুম নেই প্রাক্তন স্ত্রীর

বিনোদন ডেস্ক

৪ ডিসেম্বর ২০২৫ ২০:২৪

১ ডিসেম্বর দ্বিতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরু ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে এই নবদম্পতির সুখের ক্ষণকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন পরিচালকের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে। গুঞ্জন, রাজ ও শ্যামলীর আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগেই নাকি সামান্থাকে বিয়ে করেন রাজ।

যদিও এই পরিস্থিতিতে রাজের পরিবার নতুন পুত্রবধূ সামান্থার পাশে দাঁড়িয়েছেন। বিয়ের পরদিনই মধুচন্দ্রিমায় উড়ে গিয়েছেন আলোচিত এই তারকা দম্পতি। কিন্তু এর মধ্যেই প্রাক্তন স্ত্রী শ্যামলী দে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশেষ বার্তা দিয়েছেন।

গত কয়েক দিন ধরে রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না বলে জানিয়েছেন শ্যামলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, খোঁজ নিয়েছেন মানসিক স্বাস্থ্যের। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে তিনি একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে, এই মুহূর্তে তিনি কোনো ধরনের সাক্ষাৎকার দিতে আগ্রহী নন।

শ্যামলীর কথায়, ‘আমার কোনো জনসংযোগ কর্মকর্তা নেই, আমার সামাজিক মাধ্যমের পাতা আমি নিজেই দেখাশোনা করি। এর মধ্যে আমার দীক্ষাগুরুর ক্যানসার ধরা পড়েছে। তার গোটা শরীরে এই মারণরোগ ছড়িয়ে পড়েছে। আশা করি পরিস্থিতির গভীরতা আপনারা বুঝতে পারছেন।’

তার ভাষ্যে, ‘আমাকে এখন পুরো মনোযোগ একটা জায়গায় দিতে হবেতাই যারা নাটক খুঁজছেন, কাদা ছোড়াছুড়ি দেখতে চাইছেন, তারা আসতে পারেন। আমি কোনো ধরনের সংস্থার হয়ে প্রচার করতে বা কাউকে সাক্ষাৎকার দিতে কিংবা কারও থেকে সহানুভূতি পেতে রাজি নই।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]