41483

12/06/2025 বিশ্বকাপে কখন দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার?

বিশ্বকাপে কখন দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার?

খেলা ডেস্ক

৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৮

হয়ে গেল ফিফা বিশ্বকাপ ড্র। ৪৮ দলের এই বড় বিশ্বকাপে স্বভাবতই আগ্রহের কেন্দ্রে রয়েছে পাঁচবারের শিরোপা জয়ী ব্রাজিল ও তিনবারের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফুটবলের মহাযজ্ঞে দুই দলকে নিয়ে থাকে উত্তেজনা, আর প্রত্যাশা থাকে তাদের মুখোমুখি লড়াই দেখার। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল জার্মানিকে হারাতে পারলে ফাইনালে হাইভোল্টেজ এই ম্যাচ দেখা যেতো। আসছে বিশ্বকাপের নতুন আসর। সেখানে দুই দলের কখন দেখা হতে পারে, সেই কৌতূহল থাকা স্বাভাবিক। আগামী বছর কখন দেখা হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনার?

আর্জেন্টিনা জে গ্রুপে, আর সি গ্রুপে ব্রাজিল। দুই দলই যদি তাদের গ্রুপ পর্ব শীর্ষে থেকে শেষ করে এবং সব বাধা টপকাতে পারে তাহলে সেমিফাইনালে দেখা হতে পারে। আর দুই দলই যদি দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে তাহলেও শেষ চারে এই দ্বৈরথ হবে। তবে একটি দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, আরেক দল রানার্সআপ, তাহলে ফাইনালে হবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। তবে দুই দলই যদি সেরা তৃতীয় দলের মধ্যে থাকে, তাহলে তাদের মুখোমুখি লড়াই কোন পর্যায়ে গিয়ে হবে, সেটা অনুমান করা অসম্ভব।

লিওনেল স্কালোনির দল বেশ সহজ গ্রুপে পড়েছে। তারা মুখোমুখি হবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের। অন্যদিকে কার্লো আনচেলত্তির দলকে খেলতে হবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো, স্কটল্যান্ড ও হাইতিকে।

বিশ্বকাপে এই পর্যন্ত আর্জেন্টিনা চারবার ব্রাজিলের বিপক্ষে খেলেছে। শেষবার ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে। ডিয়েগো ম্যারাডোনার পাসে ক্লাউদিও কানিজিয়ার ঐতিহাসিক গোলে ব্রাজিলকে শেষ ষোলো থেকে বিদায় করেছিল আলবিসেলেস্তেরা। প্রথমবার দেখা হয়েছিল ১৯৭৪ সালের জার্মানি বিশ্বকাপে, ব্রাজিল ২-১ গোলে গ্রুপের দ্বিতীয় ম্যাচে জিতেছিল।

১৯৭৮ সালে আর্জেন্টিনার মাটিতে বি গ্রুপের দ্বিতীয় রাউন্ডে দুই দল মুখোমুখি হয়েছিল। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। চার বছর পর ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে ব্রাজিল ৩-১ গোলে গ্রুপ ম্যাচ জেতে। দুই দলের লড়াইয়ে ব্রাজিল দুইবার জিতেছে, একটি জয় আর্জেন্টিনার, অন্যটি ড্র।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]