41493

12/06/2025 ঢাকায় মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত

ঢাকায় মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৫২

ঢাকায় মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী মেলায় দেশি-বিদেশি ২২টি ট্যুর অপারেটররা অংশ নেয়।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই মেলার আয়োজন করে মালয়েশিয়া হাইকমিশন। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার বর্তমান হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। তিনি বলেন, মালয়েশিয়া ট্রুলি এশিয়া : ভিজিট মালয়েশিয়া-২০২৬ ইন বাংলাদেশ এই স্লোগানে আজকের এই আয়োজন করেছি। আমি আমাদের পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং ট্যুরিজম মালয়েশিয়ার প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, ভিজিট মালয়েশিয়া-২০২৬ ক্যাম্পেইনে আমরা বাংলাদেশ থেকে ৩ লাখ পর্যটক প্রত্যাশা করছি। মালয়েশিয়ার ইভিসা প্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খল, সহজ এবং সম্পূর্ণ অনলাইনভিত্তিক। তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন না করে নিজেরাই আবেদন করবেন। কারণ আমরা দেখেছি, বেশিরভাগ সমস্যাই ঘটে যখন তৃতীয় পক্ষ আবেদন করে। আবেদনকালে মূল সঠিক তথ্য দিতে হবে। যদি কোনো অসংগতি পাওয়া যায়, তাহলে নাম ব্ল্যাকলিস্টেড হওয়ার ঝুঁকি থাকে।

মালয়েশিয়ান হাইকমিশনার পুরো মেলায় সব ট্যুরিজম বুথ পরিদর্শন করেন। বুথগুলো মালয়েশিয়া যাওয়ার নানা অফার দিয়েছিলেন ট্যুর অপারেটররা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ডিরেক্টর (ফুড অ্যান্ড বেভারেজ) মি. ওলিভিয়ার লোরো প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]