গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিকল হওয়া ইঞ্জিনটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হলেও পর্যায়ক্রমে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে।
এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনটির ইঞ্জিন থেকে জ্বালানি তেল ও মবিল বেরিয়ে যায়।
ট্রেনের এক যাত্রী জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। এ সময় বিরতি দিয়ে স্টেশন ছাড়া মাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিনে থাকা মবিল ছড়িয়ে-ছিটিয়ে ট্রেনের যাত্রীদের গায়ে পড়তে থাকে। পরে যাত্রীরা আতংকিত হয়ে দ্রুত ট্রেন থেকে বের হয়ে যায়। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা পরিদর্শন করেন।
পরে সন্ধ্যা ৬টার দিকে বিকল ইঞ্জিন উদ্ধারে একটি উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে আসে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিকল ইঞ্জিন উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম বলেন, বিকল ইঞ্জিন উদ্ধারের পর নতুন একটি ইঞ্জিন দিয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ট্রেন ছেড়ে গেছে। পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলোও ছেড়ে যাচ্ছে।