41522

12/08/2025 নভেম্বরে ৮.২৯ শতাংশ, অস্বস্তি বাড়াচ্ছে খাদ্যপণ্য

নভেম্বরে ৮.২৯ শতাংশ, অস্বস্তি বাড়াচ্ছে খাদ্যপণ্য

অর্থনৈতিক প্রতিবেদক

৭ ডিসেম্বর ২০২৫ ১৬:০১

চলতি বছরের নভেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে, যা আগের মাস অক্টোবরে ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। সবজির ভরা মৌসুমে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমার কথা থাকলেও পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এর উল্টো চিত্র উঠে এসেছে।

রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নভেম্বর মাসে মূল্যস্ফীতি বাড়ার পেছনে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিকে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে বিবিএস।

বিবিএস জানায়, এক মাসের ব্যবধানে খাদ্য খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৭ দশমিক ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস অক্টোবরে এই হার ছিল ৭ দশমিক ০৮ শতাংশ। তবে গত বছরের একই সময়ের (২০২৪ সালের নভেম্বর) তুলনায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে, যা গত বছর ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে, যা কিছুটা স্বস্তি দিয়েছে। নভেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ০৮ শতাংশে, যা আগের মাস অক্টোবরে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের নভেম্বরে এই হার ছিল ৯ দশমিক ৯ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসে মূল্যস্ফীতির সামগ্রিক হার ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। সেই তুলনায় চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কম হলেও মাসিক ভিত্তিতে এর বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে অস্বস্তি বাড়াচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]