41729

12/12/2025 ‘ধুরন্ধর’ নিয়ে যা বললেন হৃতিক

‘ধুরন্ধর’ নিয়ে যা বললেন হৃতিক

বিনোদন ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৩

বলিউড অভিনেতা হৃতিক রোশান সম্প্রতি আদিত্য ধর পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট দিয়েছেন। বক্স-অফিসে তোলপাড় করা এই ছবির রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপত্তি তুলেছেন হৃতিক। যার জেরে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

ধুরন্ধর’ ছবিটি ব্যাপক সাফল্য পেলেও এর বিতর্কিত বিষয়বস্তু নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। এর মাঝেই হৃতিকের মন্তব্য নতুন করে সেই বিতর্কের আগুন উসকে দিল। নিজের পোস্টে অভিনেতা ছবির নির্মাণশৈলীর উচ্ছ্বসিত প্রশংসা করেন।

তিনি লেখেন, ‘আমি ছবি ভালোবাসি। আমি তাদের ভালোবাসি, যারা ছবির গল্পকেই সবটা নিয়ন্ত্রণ করতে দেয়। ‘ধুরন্ধর’ তেমনই একটি ছবি। যেভাবে গল্প বলা হয়েছে, তা সত্যিই দারুণ। একেই বলে সিনেমা।’

ছবিতে উপস্থাপিত রাজনীতির সঙ্গে নিজের দ্বিমত পোষণ করে তিনি স্পষ্ট জানান, ‘আমি হয়তো ছবির রাজনীতির সঙ্গে সহমত নই। চিত্রনির্মাতা হিসেবে আমাদের কিছু দায়িত্ববোধ থাকে সারা বিশ্বের নাগরিকের কাছে, সেই বিষয়েও আমি তর্ক করতে পারি।’

কিন্তু এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই, সিনেমার ছাত্র হিসেবে এই ছবির নির্মাণ থেকে আমি অনেক কিছু শিখেছি। অসাধারণ!’

হৃতিকের এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র কটাক্ষ। একজন নেটাগরিক মন্তব্য করেছেন, ‘হৃতিকের এই মন্তব্য কেউ কেউ সমর্থন করতেই পারেন, তাকে বিরাট সাহসীও বলতে পারেন। কিন্তু আসলে এই মন্তব্য করে দেশের অধিকাংশ মানুষের চোখে নিজেকে উনি ছোট করলেন।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]