41733

12/12/2025 দীর্ঘ ২৭ ঘণ্টা পরও শিশুটির সন্ধান মেলেনি, ৪২ ফুট গভীরে চলছে উদ্ধার কাজ

দীর্ঘ ২৭ ঘণ্টা পরও শিশুটির সন্ধান মেলেনি, ৪২ ফুট গভীরে চলছে উদ্ধার কাজ

রাজশাহী থেকে

১১ ডিসেম্বর ২০২৫ ১৬:০১

২৭ ঘণ্টার উদ্ধার অভিযানেও খোঁজ মেলেনি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের। ফায়ার সার্ভিসের সদস্যরা গর্ত খুঁড়ে ৪২ ফুট নিচ পর্যন্ত ক্যামেরা দিয়ে অনুসন্ধানেও শিশুটির খোঁজ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় প্রায় ২৭ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হচ্ছে, বড় পরিসরে খোঁড়া হচ্ছে। শিশুটি উদ্ধারে আরও সময় লাগবে।

এদিকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এই উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ছাড়াও তিনটি এক্সকেভেটর দিয়ে মাটি খননের কাজ করা হচ্ছে।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু স্বাধীন কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। এর আগে তিনটি এক্সকেভেটর দিয়ে খননকাজ শেষ হয়। এরপর খনন করা গর্ত থেকে সুড়ঙ্গ খুঁড়ে শিশুটি যে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে, সেখানে ঢোকার চেষ্টা করছে উদ্ধারকারীরা। তবে পানি ও কাঁদার কারণে তাদের উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে।

এর আগে বুধবার দুপুরে শিশুটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। এরপর থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৩০ ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামায়। কিন্তু গর্তের ভেতরে ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে তারা দেখতে পায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। তবে থেমে নেয় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম বলেন, মাটির ওপর থেকে ৪২ ফুট গভীরতায় শিশুটির সন্ধান পাওয়া যায়নি। শিশুটি উদ্ধারে খননের বিকল্প নেই। সে কারণে বড় পরিসরে খোঁড়া হচ্ছে। আরও সময় লাগবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]