41747

12/12/2025 প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধীদের ওপর লাঠিচার্জ, নারীসহ আহত ৮

প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধীদের ওপর লাঠিচার্জ, নারীসহ আহত ৮

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৫

এমপিওভুক্ত ও জাতীয়করণের দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। এতে নারীসহ আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন মো. আরিফ উদ্দিন (৩৮), গোলাম রব্বানী (৩৫), হাফেজ রবিউল ইসলাম (৩০), মশিউর রহমান (৪২), পপি (৩৭), স্মৃতি আক্তার (৩০), সফিতা বিশ্বাস (৩০) ও হোসনে আরা (৩৫)।

তাদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আতাউর রহমান জানান, আমরা বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদকে এমপিওভুক্ত ও জাতীয়করণের দাবিতে আজ বিকেলের দিকে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভায় জড়ো হয়েছিলাম। এ সময় পুলিশ আমাদেরকে জোর করে এখান থেকে উঠিয়ে দিতে গেলে সংঘর্ষ হয়। এতে আমাদের ৮ জন সমন্বয়ক আহত হলে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ বিকেলের দিকে প্রেসক্লাব থেকে আহত অবস্থায় নারীসহ আটজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে অবগত করেছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]