41750

12/12/2025 ‘বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত’

‘বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত’

খেলা ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৫ ১৯:২০

বিপিএলের গেল আসরে ফিক্সিং সন্দেহের জেরে আসন্ন আসরে বেশ কয়েকজন ক্রিকেটারকে টুর্নামেন্টের বাইরে রেখেছে বিসিবি। দুর্নীতি দমনে বিসিবির এমন উদ্যোগের পেছনে বড় অবদান বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের প্রধান হিসেবে কাজ করা অ্যালেক্স মার্শালের।

আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মার্শাল বলেন, 'বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত। সেরা ক্রিকেটারদের বিপিএলে আকৃষ্ট করা উচিৎ। বাংলাদেশের খেলোয়াড়দেরও উন্নত করা উচিৎ যারা আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ পর্যায়ে খেলবে। আমার ভাবনা এমনটাই। আমি যখন কাজ করি, অনুভব করি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য কাজ করছি। তারাই আমার কাস্টমার। যারা উঁচু মানের, স্বচ্ছ টুর্নামেন্ট চান।'

দেশের ক্রিকেটের সমর্থকদের কথা মাথায় রেখেই বিপিএলের আগে দুর্নীতির প্রশ্নে কঠোর বিসিবি, এমনটাই দাবি মার্শালের, 'এজন্যই কিছু উদ্যোগ নিতে হয়েছে, যাতে বিপিএল এবার ক্লিন ইভেন্ট হয়ে থাকে। এটা আমাদের সবাইকেই মেনে নিতে হবে, যেহেতু অতীতে অনেক নেতিবাচক বিষয় ছিল। বোর্ড সভাপতির মাধ্যমে স্বাধীন তদন্ত কমিটি আমাকে গত মাসে ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দিয়েছে। এর মধ্যে ৬০ জন হয় অভিযুক্ত, না হয় সন্দেহভাজন। এখন আমার নতুন দল এটা নিয়ে কাজ করছে।'

সর্বোচ্চ গোপনীয়তা রেখে তদন্ত চলছে জানিয়ে মার্শাল বলেন, 'পেশাদারিত্ব এবং গোপনীয়তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অতীতে দেখা গেছে সন্দেহভাজনদের সাথে কী কথা হচ্ছে সব গণমাধ্যমে চলে আসতো। সাংবাদিকরা তো এসব খবর বের করতে চাইবেই। তবে আমার জন্য এসব ভীষণ গোপন এবং নতুন ইউনিট প্রথম কয়েক সপ্তাহে সব কিছু দারুণভাবে করেছে, গণমাধ্যমের সংস্পর্শে আসেনি কিছুই।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]