41755

12/12/2025 টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, অনলাইনে কিনবেন যেভাবে

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, অনলাইনে কিনবেন যেভাবে

খেলা ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৫ ২০:১৬

আগামী ৭ ফেব্রুয়ারী পর্দা উঠছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হতে এখনো প্রায় ২ মাস বাকি। তবে আজ থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছে আইসিসি।

আজ ১১ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে দর্শকদের জন্য টিকিট উন্মুক্ত করেছে আইসিসি। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে টিকিট কিনতে পারবেন দর্শকরা।

আজ থেকে শুধু প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম পর্বের টিকিটের দাম তুলনামূলক কিছুটা কম রাখা হয়েছে।

ভারতের অনুষ্ঠিত ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হিয়েছে ১০০ রুপি। গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের মধ্যে শুধুমাত্র ইতালি ম্যাচের টিকিট পাওয়া যাবে ১০০ রুপিতে। আর নেপাল ম্যাচের টিকিট পেতে লাগবে ২৫০ রুপি। এ ছাড়া বাংলাদেশের বাকি দুই ম্যাচের টিকিট পেতে সর্বনিম্ন ৩০০ রুপি করে খরচ করতে হবে।

৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কলম্বোয় মাঠে নামবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। একই দিন কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরো আছে ইংল্যান্ড, নেপাল ও প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ইতালি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]