41838

12/15/2025 মালয়েশিয়ার হরাইজন রেমিট এসডিএন বিএইচডির সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি

মালয়েশিয়ার হরাইজন রেমিট এসডিএন বিএইচডির সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর ২০২৫ ১১:৫১

যমুনা ব্যাংক পিএলসি সম্প্রতি মালয়েশিয়াভিত্তিক হরাইজন রেমিট এসডিএন বিএইচডি-এর সঙ্গে একটি বৈদেশিক রেমিট্যান্স ড্রইং অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করেছে, যা ব্যাংকের বৈশ্বিক রেমিট্যান্স নেটওয়ার্ক সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান সমন্বিত সহযোগিতা ও উন্নত সেবার মাধ্যমে আন্তঃসীমান্ত রেমিট্যান্স কার্যক্রম আরও জোরদার করবে।

এ চুক্তির আওতায় হরাইজন রেমিট এসডিএন বিএইচডি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে যমুনা ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট খোলা সংক্রান্ত সেবা এবং ওয়েজ আর্নার্স রেমিট্যান্স বন্ড সক্রিয়ভাবে প্রচার করবে। এর ফলে বাংলাদেশে প্রবাসী আয়ের নিরাপদ, দ্রুত ও নির্ভরযোগ্য প্রবাহ আরও বৃদ্ধি পাবে এবং প্রবাসীদের আর্থিক সেবায় প্রবেশাধিকার সম্প্রসারিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরাইজন রেমিট এসডিএন বিএইচডি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াহাব বিন আবদুল আজিজ, এবং যমুনা ব্যাংক পিএলসি-এর এনআরবি ব্যাংকিং ও এফআর ডিভিশনের প্রধান মো. আব্দুস সোবহান। এছাড়াও, হরাইজন রেমিট এসডিএন বিএইচডি এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যমুনা ব্যাংক পিএলসি প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরবচ্ছিন্ন ও উন্নতমানের আর্থিক সেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি ব্যাংকের সেবা, উৎকর্ষ, বৈশ্বিক অবস্থান ও জাতীয় রেমিট্যান্স বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]