42076

12/21/2025 আমিরাতের আকাশে রজবের চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু

আমিরাতের আকাশে রজবের চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু

ধর্ম ডেস্ক

২১ ডিসেম্বর ২০২৫ ১০:৫৩

সংযুক্ত আরব আমিরাতের আকাশে দেখা গেছে হিজরি বর্ষপঞ্জির সপ্তম মাস রজবের চাঁদ। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে মাহে রমজানের ক্ষণগণনা শুরু হলো।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার থেকে রজব মাস গণনা শুরু হবে বলে নিশ্চিত করেছে আবুধাবির কর্তৃপক্ষ।

রজব মাস মুসলিমদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এটি রমজানের দিকে আধ্যাত্মিক প্রস্তুতির সূচনা হিসেবে ধরা হয়। রজবের পর আসে শা’বান মাস, এরপরই আসে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মাস রমজান।

জ্যোতির্বিদ্যাগত হিসাব অনুযায়ী, যদি রজব ও শা‘বান মাস ২৯ থেকে ৩০ দিন পূর্ণ করে, তবে রমজান আনুমানিক ৬০ থেকে ৬১ দিনের মধ্যে শুরু হতে পারে। তবে রমজানের নির্দিষ্ট শুরুর দিন নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের অনুমোদিত ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণার ওপর।

আবুধাবিতে এই চাঁদ দেখা কেবল ধর্মীয়ভাবে নয়, বৈজ্ঞানিকভাবে ও নথিভুক্ত করা হয়েছে।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অংশ আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে ১৪৪৭ হিজরির রজব মাসের দিনের চাঁদ (ডে-টাইম ক্রিসেন্ট) ছবি ধারণ করা হয়। এটি করা হয় ২০ ডিসেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে, যখন চাঁদ সূর্য থেকে প্রায় ৬.৭ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল।

পর্যবেক্ষণটি সম্পন্ন করেন ওসামা ঘান্নাম, আনাস মোহাম্মদ, খালাফান আল নাঈমি ও মোহাম্মদ আওদা। তাদের যৌথ প্রচেষ্টায় রজবের চাঁদ বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত করা সম্ভব হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]