বাংলাদেশের ব্যাডমিন্টনে আজ (বুধবার) বিশেষ একদিন। আন্তর্জাতিক কোনো আসরে চার জুটির কোয়ার্টার ফাইনালে ওঠার ঘটনা এবারই প্রথম। নিজ নিজ খেলায় জয় লাভ করে শেষ আটে পা রাখেন আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল, রিয়াদুল ইসলাম-তনয় সাহা, তানভীর-আহমেদ-গৌরব সিংহ এবং মো. নাঈম-মিজানুর রহমান জুটি।
এদিন সকাল থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ ও নারীদের দ্বৈতের খেলা অনুষ্ঠিত হয়। প্রি-কোয়ার্টার ফাইনালের খেলায় স্বাগতিক রিয়াদুল ইসলাম ও তনয় সাহা জুটি ইরানের মেহেদী আনসারী ও আমিন হোসেন জুটিকে ১৭-২১, ২১-১৪ ও ২১-১৯ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করে। বাংলাদেশের তানভীর আহমেদ ও গৌরব সিংহ জুটি স্বদেশী আকিব সুলাইমান ও শুভ খন্দকার জুটিকে ২৪-২২ ও ২১-১৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। এছাড়া নাইম ও মিজান জুটি ভিয়েতনামের ডংখে ডংখা ও ট্রান হং খা জুটিকে ২২-২৪, ২১-১৪ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। দিনের শেষে আল আমিন ও মোয়াজ্জেম হোসেন জুটি ইরানের আমির হোসেন আজমলো ও সাইদ আরমিন জাকি জুটিকে ২১-১১ ও ২১-৯ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে শেষ আটে জায়গা করে নেন।
হতাশ করেছে মেয়েদের জুটি। দেশের ঘরোয়া আসরে এক নম্বর শাটলার নাছিমা খাতুন ও দুই নম্বর র্যাংকিংয়ে থাকা উর্মি আক্তারের জুটি হেরে বিদায় নিয়েছে। থাইল্যান্ডের প্রতিযোগীর কাছে ১৮-২১, ২১-১৯ ও ২১-৮ পয়েন্টের ব্যবধানে হারেন তারা।
ম্যাচ শেষে দ্বৈতে বাংলাদেশের টপ সিডেড আল-আমিন জুমার বলেন, ‘মিশ্র দ্বৈতে ঊর্মিকে নিয়ে ফাইনালে উঠেছিলাম। চ্যালেঞ্জে দ্বৈতে রেজাল্ট ভালো হয়নি, আমার পার্টনার (অহিদুল) ইনজুরিতে পড়ার কারণে। তবে সিরিজে যেহেতু কোয়ার্টারে উঠে এসেছি। চ্যাম্পিয়ন হয়ে থামতে চাই। অহিদুল আজও (গতকাল) কিছুটা ইনজুরি নিয়ে খেলেছে। ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।’
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ শুরুর আগে আন্তর্জাতিক চ্যালেঞ্জ টুর্নামেন্টে অংশ নেন লাল-সবুজের শাটলাররা। সেখানে মিশ্র দ্বৈতে ইতিহাস রচিত হয়। প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্যাডমিন্টন আসরে ফাইনাল খেলেন আল আমিন জুমার-ঊর্মি আক্তার জুটি। যদিও চ্যাম্পিয়ন হতে পারেননি তারা। রুপা জিতে সন্তষ্ট থাকেন। চ্যালেঞ্জের মতো সিরিজেও থাকছে পদক জয়ের হাতছানি। বাংলাদেশের চার জুটির মধ্যে একটি সেমিতে উঠলে ব্রোঞ্জ পদক নিশ্চিত হবে।