42176

12/25/2025 ৩০০ ফিটের দিকে মানুষের ঢল, বনানীতে সড়কের পাশে নেতাকর্মীদের অবস্থান

৩০০ ফিটের দিকে মানুষের ঢল, বনানীতে সড়কের পাশে নেতাকর্মীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর ২০২৫ ১১:১৯

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ৩০০ ফিটের সংবর্ধনাস্থলের দিকে নেতাকর্মীদের ঢল নেমেছে। একেকটি মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নিয়ে এগিয়ে যাচ্ছেন। এ ছাড়া তারেক রহমানকে স্বাগত জানাতে বনানীতে সড়কের পাশে অবস্থান নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর মোহাম্মদপুর, আগারগাঁও, ফার্মগেট, বনানী, চেয়ারম্যান বাড়ি ও কাকলীতে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, তারেক রহমানকে বরণ করে নিতে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন। বনানী চেয়ারম্যান বাড়ি থেকে ৩০০ ফিটের সংবর্ধনাস্থল পর্যন্ত ঢল নেমেছে নেতাকর্মীদের। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা আর বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

বনানী কবরস্থানের সামনে অবস্থান করছেন ভাষানটেক থানা বিএনপির নেতাকর্মীরা। আবুল আজাদ নামে এক বিএনপি কর্মী বলেন, আমার নেতা দেশে আসছেন, তাকে স্বাগত জানাতে আমরা এখানে অবস্থান নিয়েছি। নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে আজকের এই বিশাল আয়োজন।

এদিকে, যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]