42195

12/25/2025 অধিনায়কের নাম ঘোষণা করল চট্টগ্রাম

অধিনায়কের নাম ঘোষণা করল চট্টগ্রাম

খেলা ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:১৬

আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসর। আসর শুরুর একদিন আগে অধিনায়কের নাম ঘোষণা করেছে চট্টগ্রাম রয়্যালস। এবার চট্টগ্রামের অধিনায়কত্ব করবেন শেখ মেহেদি।

এবারই প্রথম বিপিএলে অধিনায়কত্ব করতে যাচ্ছেন শেখ মেহেদি। নেতৃত্ব না দিলেও এর আগে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার।

এর আগে ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

এদিকে চট্টগ্রাম র‌য়্যালস কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে দলটির দায়িত্ব (মালিকানা) বুঝে নিয়েছে বিসিবি। এরপর চট্টগ্রামের প্রধান কোচ হিসেবে মিজানুর রহমান বাবুলকে এবং টিম ডিরেক্টর পদে হাবিবুল বাশার সুমন দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া নাফিস ইকবালকে টিম ম্যানেজার করা হয়েছে চট্টগ্রামের। এর আগে শুরুতে প্রধান কোচ হিসেবে দেশীয় টেকনেশিয়ান মমিনুল হকের নাম জানিয়েছিল চট্টগ্রাম। পরে সিদ্ধান্ত বদলে প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পকে নিয়োগ দেওয়ার কথা জানায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]