42253

12/28/2025 ৫০ মেগাপিক্সেল ক্যামেরার এই ফোনের দাম মাত্র ৬৭৯৯

৫০ মেগাপিক্সেল ক্যামেরার এই ফোনের দাম মাত্র ৬৭৯৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৫ ১১:৩৫

বাজেট স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন চমক নিয়ে এলো ভারতের স্থানীয় ব্র্যান্ড লাভা। কম বাজেটে যারা শক্তিশালী কার্যক্ষমতা, ভালো মানের ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি খুঁজছেন, তাদের জন্য লাভা বোল্ড এন১ প্রো (Lava Bold N1 Pro) একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। বর্তমানে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন ইন্ডিয়ায় ফোনটি মাত্র ৬,৭৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে।

এছাড়া ব্যাংকের অফার ব্যবহার করলে থাকছে আরও ১০ শতাংশ ছাড়। পাশাপাশি ক্যাশব্যাক এবং পুরোনো ফোন বদলে নেওয়ার (Exchange) সুবিধার মাধ্যমে এই স্মার্টফোনটি আরও সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ রয়েছে।

১২০ হার্টজ রিফ্রেশ রেট ও বিশাল ডিসপ্লে

এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির একটি বড় এইচডি প্লাস (HD+) ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০x১৬১২ পিক্সেল। এই বাজেটের ফোনে সাধারণত ১২০ হার্টজ রিফ্রেশ রেট দেখা যায় না, যা স্ক্রলিং ও গেমিংয়ের অভিজ্ঞতাকে অত্যন্ত মসৃণ করে তুলবে।

র‍্যাম ও শক্তিশালী প্রসেসর

ফোনটিতে ৪ জিবি ফিজিক্যাল র‍্যামের পাশাপাশি আরও ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম ব্যবহারের সুবিধা রয়েছে, ফলে মোট ৮ জিবি র‍্যামের সুবিধা পাওয়া যাবে। এতে অক্টা-কোর ইউনিসক টি৬০৬ (Unisoc T606) প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন কাজে ল্যাগহীন পারফরম্যান্স নিশ্চিত করবে। এর ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি।

ক্যামেরা ও ব্যাটারি

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পর্যাপ্ত আলোতে এই ক্যামেরা দিয়ে চমৎকার ও ডিটেইলড ছবি তোলা সম্ভব।

দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ (mAh) ক্ষমতা সম্পন্ন বিশাল ব্যাটারি। এটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে, যা দ্রুত চার্জ নিশ্চিত করবে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।

অন্যান্য আধুনিক সুবিধা

ফোনটি আইপি৫৪ (IP54) রেটিংপ্রাপ্ত, যা ধুলোবালি ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা দেবেএছাড়া এটি সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে। টাইটানিয়াম গোল্ড এবং স্টেলথ ব্ল্যাকএই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।

বাজেট রাইডারদের জন্য লাভা বোল্ড এন১ প্রো হতে পারে চলতি বছরের অন্যতম সেরা ডিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]