42280

12/28/2025 নাকের ব্ল্যাকহেডস দূর করুন সহজ ৩ উপায়ে

নাকের ব্ল্যাকহেডস দূর করুন সহজ ৩ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৪

নাকের ওপর, দুই পাশে আর থুতনিতে ব্ল্যাকহেডস জমে। মেকআপ দিয়েও এটি ঢাকা যায় না। নাক থেকে ব্ল্যাকহেডস দূর করার জন্য কেউ নোজস্ট্রিপ ব্যবহার করে, আবার কেউ এক্সট্রাকশন টুলস ব্যবহার করে। কিন্তু এতে ব্ল্যাকহেডস সম্পূর্ণ রূপে পরিষ্কার হয় না। উপরন্ত চামড়া ব্যথা হয়ে যায়।

ব্ল্যাকহেডস দূর করতে অনেকে বাজারচলতি স্ক্রাবও ব্যবহার করেন। এতে ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায়। নাকের দুপাশ থেকে ব্ল্যাকহেডস দূর করতে কিছু ঘরোয়া উপায় কাজে লাগাতে পারেন। চলুন বিস্তারিত জেনে নিই-

চিনির স্ক্রাব
বাজারচলতি স্ক্রাবের বদলে ত্বকে চিনি ঘষতে পারেন। এটি ত্বকের উপরিতলে জমে থাকা ময়লা, জীবাণু, মৃত কোষ, ব্ল্যাকহেডস পরিষ্কার করে দেয়। ২ চামচ চিনির সঙ্গে ১ চামচ নারকেল তেল বা ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকে ভালো করে মালিশ করুন।

যেখানে অতিরিক্ত ব্ল্যাকহেডস জমেছে, সেখানে ৫ মিনিট ধরে ঘষতে থাকুন। তারপরে ১৫ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলেই মুখে আর ব্ল্যাকহেডস জমবে না ।

টি ট্রি অয়েল
তৈলাক্ত ও ব্রণ প্রবণ ত্বকে ব্ল্যাকহেডসের সমস্যা বেশি হয়। এক্ষেত্রে দারুণ কাজ করে টি ট্রি অয়েল। এই তেলে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা ব্ল্যাকহেডস, ব্রণ, ফুসকুড়ি, র‍্যাশসহ ত্বকের যাবতীয় সমস্যা দূর করে দেয়।

প্রথমে ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। এরপর নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। ত্বকের যে যে অংশে ব্ল্যাকহেডস রয়েছে, সেখানে এই তেলটি লাগিয়ে নিন। এরপর হালকা হাতে স্ক্রাব করুন। তারপরে মুখ ধুয়ে নিন।

মধু ও দারুচিনির মাস্ক
মধু ও দারুচিনির মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ব্রণ-উৎপাদনকারী ব্যাকটেরিয়া দূর করে এবং ত্বকের প্রদাহ কমায়। পাশাপাশি এটি ত্বককে এক্সফোলিয়েট করে। ১ চামচ মধুর সঙ্গে ১/২ চা চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন।

ব্ল্যাকহেডসের ওপর এই মাস্ক ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপরে মুখ ধুয়ে নিন। তবে স্পর্শকাতর ত্বকে মধু ও দারুচিনির মাস্ক ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]