42304

12/29/2025 বিপিএলে রাজশাহীতে আরব আমিরাতের ওপেনার

বিপিএলে রাজশাহীতে আরব আমিরাতের ওপেনার

খেলা ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৫ ১২:২৯

বিপিএলে জয় দিয়ে শুরু হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্সের, পরেরটি হেরেছে তারা। সিলেটে আরও দুটি ম্যাচ তারা খেলবে। তারপর সিলেট পর্ব শেষে দলটির ওপেনার শাহিবজাদা ফারহান পাকিস্তানের হয়ে খেলতে উড়াল দিবেন নিজ দেশে। এজন্য দলে নতুন করে একজন বিদেশি ওপেনারকে যুক্ত করেছে রাজশাহী

সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিমকে নিয়েছে রাজশাহী। মারকুটে ব্যাটার হিসেবেই বিশ্ব ক্রিকেটে পরিচিতি তিনি। এবার তার পা পড়বে বিপিএলে। ৩১ বছর বয়সী ওয়াসিম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৩০টি। তার ব্যাট থেকে এসেছে মোট ৪১৪০ রান। স্ট্রাইকরেটও নজরকাড়া, প্রায় ১৪৯। তিনটি সেঞ্চুরির পাশাপাশি ২৯টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।

বর্তমানে আইএলটি২০ খেলছেন ওয়াসিম। সাকিব আল হাসানের সঙ্গে এমআই এমিরেটসের তিনি। আইএলটি-টোয়েন্টিতে ১০ ম্যাচে ওয়াসিম করেছেন ২৯৩ রান। স্ট্রাইকরেট প্রায় ১৩২। ইতোমধ্যে তাদের দল প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। প্রতিযোগিতার ফাইনাল ৪ জানুয়ারি। দল শিরোপার লড়াই নিশ্চিত করলে তারপর রাজশাহীতে যোগ দিবেন ওয়াসিম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]