সতীর্থদের সঙ্গে ফাহিম আশরাফের উইকেট উদযাপন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথম বোলার হিসেবে পাঁচটি উইকেট তুলে নিয়েছেন রংপুর রাইডার্সের পাকিস্তানি বোলার ফাহিম আশরাফ। দিনের প্রথম ম্যাচে এই ডানহাতি বোলারের দুর্দান্ত বোলিংয়েই মাত্র ১০২ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম রয়্যালস।
চট্টগ্রামের বিপক্ষে ফাইফার তুলে নেওয়ার মাধ্যমে বিপিএলে মোট দুবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ফাহিম আশরাফ। তার আগে দুবার করে পাঁচ উইকেট নিয়েছেন কেবল দুজন বোলার। একজন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। অন্যজন লঙ্কান বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা।
এদিকে সবার আগে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরেই এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। সেবারের ফ্র্যাঞ্চাইজি দুরন্ত রাজশাহীর বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন সামি। আর প্রথম বাংলাদেশি বোলার হিসেবে পাঁচ উইকেট নিয়েছিলেন আল আমিন হোসেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত ফাইফারের দেখা মিলেছে মোট ২২ বার। এর মধ্যে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ১৯ জন ভিন্ন বোলার। এই তালিকায় ১০ জন রয়েছেন বাংলাদেশি বোলার, বাকিরা বিদেশি।