4233

10/27/2025 বুস্টার ডোজ নিতে নিবন্ধন লাগবে না: সেব্রিনা ফ্লোরা

বুস্টার ডোজ নিতে নিবন্ধন লাগবে না: সেব্রিনা ফ্লোরা

শ্রীপুর, গাজীপুর থেকে

২২ ডিসেম্বর ২০২১ ২৩:২৯

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, করোনার বুস্টার ডোজ নিতে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই। সারা দেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে খুব শিগগিরই এসএমএস চলে যাবে।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর মুলাইদগ্রামের এক্সিউটিভ গ্রিনটেক্স কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করে এসব কথা জানান তিনি।

সেব্রিনা ফ্লোরা বলেন, ‘বুস্টার দিতে টিকার কোনো সঙ্কট দেখা দেবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]