42345

12/29/2025 বিপিএলকে গোনার টাইম নেই, আইপিএল নিয়ে চিন্তা করি : সিলেট দলের উপদেষ্টা

বিপিএলকে গোনার টাইম নেই, আইপিএল নিয়ে চিন্তা করি : সিলেট দলের উপদেষ্টা

খেলা ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৫ ১৮:০৯

বিপিএলে শুরুর দুই ম্যাচে একটিতে জয় পেলেও অন্যটিতে পরাজয় বরণ করেছে সিলেট টাইটান্স। আজ ২৯ ডিসেম্বর সিলেট দলের কোনো ম্যাচ ছিল না। এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের ম্যাচে লড়ছিল চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স। ম্যাচের মাঝেই মাঠে আসেন সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম চৌধুরী।

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, ‘যদি কোনোরকম সেমিফাইনাল পর্যন্ত চলে যেতে পারি (সিলেট টাইটান্স দল)। আমি সরি, বিপিএলকে আমার গোনার টাইম নাই। আমি আইপিএল নিয়ে চিন্তা করি। পাকিস্তান, ভারত হোক আমি প্লেয়ার নিয়ে আসব। আমি সামিকে ব্ল্যাংক চেক দিয়ে দিব। বিপিএলে কোনো দলকেই আমার শক্তিশালী মনে হয় না। মাথার মধ্যে আইপিএলটা থাকে।’

সিলেট নিয়ে ফাহিম আরও বলেন, ‘সিলেট আমার বাবা-মায়ের জন্মভূমি। সিলেট টাইটান্স আমাদের গর্ব। এখানে ছোটখাটো একটা দায়িত্ব পেয়ে আমি অনেক গর্বিত।’

সিলেটের কর্ণধার সামিকে নিয়ে ফাহিম বলেন, ‘তাকে অনেক আগে থেকে আমি চিনি। সে আমার ছোটভাইয়ের মত। ক্রিকেটের প্রতি আমার উৎসাহ বাড়ানোর পেছনে সিলেট টাইটান্সের চেয়ারম্যানের অনেক অবদান।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]