42480

01/01/2026 ২০২৫ সালে সবচেয়ে বেশি গোল করলেন কোন ফুটবলার?

২০২৫ সালে সবচেয়ে বেশি গোল করলেন কোন ফুটবলার?

খেলা ডেস্ক

১ জানুয়ারী ২০২৬ ১৫:৫৭

ক্যালেন্ডারের পাতা বদলের সঙ্গে সঙ্গে ইতোমধ্যেই শেষ হয়েছে ২০২৫। এসেছে নতুন বছর। ২০২৬ এ নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনায় সবাই। 

একই প্রতিচ্ছবি বিশ্ব ফুটবলেও। নতুন বছরে তারকা ফুটবলারদের দুর্দান্ত পারফর্ম্যান্স দেখতে মুখিয়ে আছেন তাদের ভক্ত-সমর্থকরা। এর আগে দেখে নেওয়া যাক বিগত বছরে ফুটবলে কে করেছেন সবচেয়ে বেশি গোল।

২০২৫ সালে ক্লাব ও দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতারা

১. কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)
৬৬ গোল- ৬৭ ম্যাচ
২০২৪ সালে ষষ্ঠ স্থানে থাকা এমবাপে ২০২৫ সালে উঠে এসেছেন শীর্ষে। প্রায় প্রতি ম্যাচে এক গোলের গড়ে (০.৯৯) দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন ফরাসি তারকা। রিয়ালের জার্সিতে চলতি মৌসুমেই ২৪ ম্যাচে ২৯ গোল করেছেন এমবাপে। তবে ব্যক্তিগত সাফল্যের বিপরীতে বড় ট্রফির সংখ্যা এখনো তুলনামূলক কম- এটাই তাঁর সামনে বড় প্রশ্ন।

২. হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ/ইংল্যান্ড)
৬০ গোল- ৬৫ ম্যাচ
নিয়মিত গোলের নিশ্চয়তার নাম কেইন। ২০২৪ সালে তৃতীয় থাকা ইংলিশ স্ট্রাইকার এবার এক ধাপ এগিয়েছেন। ইউরোপের ‘বিগ ফাইভ’ লিগে চলতি মৌসুমে সর্বোচ্চ ক্লাব গোলদাতাদের একজন তিনি (১৯ গোল)। ইংল্যান্ডের হয়েও ২০২৫ সালে ৯ ম্যাচে ৯ গোল করেছেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।

৩. আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি/নরওয়ে)
৫৭ গোল- ৫৫ ম্যাচ
র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নামলেও গোল করতে যেন আরও ধারালো হলান্ড। ২০২৫ সালে তাঁর গোল-প্রতি-ম্যাচ গড় ১.০৪। প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচে ১৯ গোল করে শীর্ষে আছেন তিনি এবং দ্রুততম সময়ে লিগে ১০০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন। নরওয়ের হয়ে শেষ ৯ ম্যাচে করেছেন ১৭ গোল যা ভয়ংকর ফর্ম।

৪. কেভিন হার্নান্দেজ (পুয়ের্তো রিকো এসএসসি/পুয়ের্তো রিকো)
৪৮ গোল- ৩৭ ম্যাচ
বড় তারকাদের ভিড়ে চমক এই হার্নান্দেজ। শীর্ষ দশে থাকা খেলোয়াড়দের মধ্যে তাঁর গোল-প্রতি-ম্যাচ গড় সবচেয়ে বেশি- প্রতি ৯০ মিনিটে গড়ে ১.৩০ গোল।

৫. ভিক্টর ওসিমেন (গালাতাসারাই/নাইজেরিয়া)
৪৬ গোল- ৫২ ম্যাচ
নাপোলির স্কুদেত্তো জয়ের পর গালাতাসারাইয়েও গোলমুখ খোলা রেখেছেন ওসিমেন। ক্লাব ও দেশের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি আফ্রিকা কাপ অব নেশন্সেও গোল দিয়ে শুরু করেছেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]