42681

01/09/2026 বিশ্বকাপ ইস্যুতে যা বললেন মাশরাফির ভাই

বিশ্বকাপ ইস্যুতে যা বললেন মাশরাফির ভাই

খেলা ডেস্ক

৭ জানুয়ারী ২০২৬ ১৬:১৮

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা বাংলাদেশের। তবে সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হওয়ায় অনিশ্চিত এই ম্যাচগুলো। নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি এমন কঠিন সিদ্ধান্তে অনড় থাকবে, এমনটাই চাওয়া মাশরাফি বিন মর্তুজার ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি এই পেসারকে বাদ দিয়েছে ফ্যাঞ্চাইজিটি।

নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দেশটিতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বিসিবি। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সবধরনের সম্প্রচার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে মোরসালিন বলেন, 'ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয়ই আমরা ৭/৫ ভেবে সিদ্ধান্ত নিয়েছি। ঠিক না ভুল সেটা বিবেচনা করার সময় এখন আর নেই। কিছু কিছু সময় কোন সিদ্ধান্ত যদি ভুল ও হয়ে যায় তারপরও সেটাকে সাপোের্ট করা উচিত।'

শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চায় বাংলাদেশ। তবে আসর শুরুর এক মাস আগে সূচিতে পরিবর্তন আনা অনেকটাই কঠিন কাজ। কারণ এর সঙ্গে অনেকগুলো লজিস্টিক দিক জড়িত। ফলে সব নতুন করে ঠিক করতে হবে। তাই বিসিবির সিদ্ধান্ত মানবে কি না আইসিসি তা নিয়ে শঙ্কা থাকছেই।

আইসিসি যে সিদ্ধান্তই নেক, বিসিবি যেন ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে এমনটাই চান মোরসালিন। তিনি বলেন, 'এখন এমনি সময়। সিদ্ধান্ত যখন নিয়েছেন খেলবো না তো খেলবোই না। সিদ্ধান্ত ঘুরিয়ে নিজেদের হাস্যকর বানানো না হোক।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]