42780

01/12/2026 হ্যান্সি ফ্লিক : তিনি ফাইনাল খেলেন না, ফাইনাল জেতেন

হ্যান্সি ফ্লিক : তিনি ফাইনাল খেলেন না, ফাইনাল জেতেন

ক্রীড়া ডেস্ক

১২ জানুয়ারী ২০২৬ ১২:৩৯

রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলার পর বার্সেলোনা প্রথমার্ধের ইনজুরি টাইমে বড় ধাক্কা খায়। জোড়া গোল হজম করে তারা, যদিও মাঝে একটি গোল করেছিল। ২-২ গোলে বিরতিতে যাওয়ার পর রাফিনহার লক্ষ্যভেদী শটে এগিয়ে যায় কাতালান জায়ান্টরা। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে লাল কার্ড দেখে বার্সা ১০ জনের দল হয়ে যায়। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ইনজুরি টাইমে চমক দেওয়ার আশায় ছিল মাদ্রিদ ক্লাব। কিন্তু পারেনি। কারণ বেঞ্চে যে ছিলেন হ্যান্সি ফ্লিক, যিনি ফাইনালে হারা কী জিনিস, তা জানেন না। এবারও ভিন্ন কিছু হয়নি।

গতকাল (রোববার) জেদ্দার কিং আব্দুল্লা স্পোর্টস অ্যাকাডেমি মাঠে হাফটাইমের আগে গোল পাল্টা গোলে রোমাঞ্চ ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ৩-২ গোলে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়ালকে হারিয়েছে বার্সেলোনা। এটি ছিল ফ্লিকের কোচিং ক্যারিয়ারের অষ্টম ফাইনাল। শতভাগ সাফল্য ধরে রেখে আট ফাইনালের আটটিই জেতার কীর্তি গড়লেন জার্মান কোচ।

বার্সার সঙ্গে এটি ছিল ফ্লিকের তৃতীয় ফাইনাল। তৃতীয়বারও তিনি জিতলেন, সবগুলোই রিয়ালের বিপক্ষে। গত বছর সুপার কাপ ও কোপা দেল রে জিতেছেন ফ্লিক, এবার যুক্ত হলো সুপার কাপ।

এর আগে বায়ার্ন মিউনিখের হয়ে পাঁচটি ফাইনাল জেতেন ফ্লিক। ২০২০ সালে জার্মান কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও জার্মান সুপার কাপের ট্রফি উঁচিয়ে ধরে তার দল। এমন সাফল্যের ধারাবাহিকতা দেখে একটি কথা বলাই যায়- ‘ফ্লিক ফাইনাল খেলেন না, ফাইনাল জেতেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]