43041

01/21/2026 ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন নেতানিয়াহু

ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

২১ জানুয়ারী ২০২৬ ১৩:৪১

গাজা যুদ্ধ বন্ধ ও বিশ্বের অন্যান্য দ্বন্দ্ব নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বুধবার (২১ জানুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে।

এই বোর্ড অব পিসের আজীবন বা অনির্দিষ্টকালের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজে। তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে এই বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, যেসব দেশ ১ বিলিয়ন ডলার করে দেবে তারা বোর্ড অব পিসের আজীবন সদস্য হতে পারবেন।

এদিকে কূটনীতিকরা সতর্কতা দিয়েছেন ট্রাম্পের এই সংগঠন জাতিসংঘের বিকল্প হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। ট্রাম্প নিজেও জানিয়েছেন হয়ত জাতিসংঘের স্থলাভিষিক্তে হবে বোর্ড অব পিস।

এখন পর্যন্ত এতে যোগ দিয়েছে আর্জেন্টিনা, আজারবাইজান, বেলারুস, হাঙ্গেরি, কাজাখস্তান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত এবং ভিয়েতনাম। সর্বশেষ ইসরায়েল এতে যোগ দিচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]