এক মাসের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন বার্সেলোনার মাঝমাঠের তারকা পেদ্রি। মৌসুমের দ্বিতীয়ভাগের শুরুতে বড় ধাক্কা খেল কাতালান ক্লাবটি।
চ্যাম্পিয়নস লিগের চলমান আসরে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগের সাথে ম্যাচের ৬১ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই স্প্যানিয়ার্ড। বার্সেলোনায় ফেরার পর পায়ের পরীক্ষায় হ্যামস্ট্রিংয়ের ইনজুরি ধরা পড়ে তার।
মূলত, এই কারণেই লম্বা সময়ের জন্য বিশ্রামে থাকতে হচ্ছে ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।
এই এক মাস সময়ে অন্তত সাতটি ম্যাচ খেলবে বার্সেলোনা। এর মধ্যে রয়েছে কোপেনহেগেনের বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। লা লিগায় রিয়াল ওভিয়েদো, এলচে, গিরোনা, লেভান্তে ও মায়োরকার বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি।
উল্লেখ্য, এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচে মাঠে নামেন পেদ্রি। যেখানে বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে বার্সেলোনা।