43094

01/24/2026 ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের ১০ আরোহীর মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের ১০ আরোহীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জানুয়ারী ২০২৬ ১৮:৫৮

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মাউন্ট বুলুসারাউং এলাকায় ১০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার সাত দিন পর সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মাকাসার অফিসের কর্মকর্তা আন্দি সুলতান জানিয়েছেন, শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে শেষ মরদেহগুলি উদ্ধার করে যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দল।

গত শনিবার (১৭ জানুয়ারি) ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট (আইএটি) পরিচালিত টার্বোপ্রপ এটিআর ৪২-৫০০ মডেলের বিমানটি জাকার্তার যোগিয়াকার্তা শহর থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসার শহরে যাওয়ার পথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। বিমানটি শেষবারের মতো দুপুর ১টা ১৭ মিনিটে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের পাহাড়ি জেলা মারোসের লেয়াং-লেয়াং এলাকায় ট্র্যাক করা হয়েছিল। এরপর থেকে তল্লাশি উভিযান শুরু করে কর্তৃপক্ষ। গত রোববার বুলুসারাউং পবর্ততের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, বিমানে সাতজন ক্রু সদস্য এবং দেশটির সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের তিনজন সদস্য যাত্রী হিসেবে ছিলেন। এখন পর্যন্ত মাত্র দু’জন নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন- কেবিন ক্রু সদস্য ফ্লোরেন্সিয়া লোলিতা এবং সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তা দেদেন মৌলানা।

এদিকে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যৌথ অনুসন্ধান ও উদ্ধার দল দুর্ঘটনাস্থল থেকে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করেছে।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া তার হাজার হাজার দ্বীপপুঞ্জকে সংযুক্ত করার জন্য বিমান পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে দেশটির বিমান চলাচলের নিরাপত্তার রেকর্ড খুবই খারাপ, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে।

সূত্র: আনাদোলু

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]