43141

01/25/2026 সিডনিকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স

সিডনিকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স

খেলা ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬ ১৮:৩৯

বিগ ব্যাশের ফাইনালে সিডনি সিক্সার্সকে পাত্তাই দিল না পার্থ স্কর্চার্স। ৬ উইকেটের বড় ব্যবধানের জয় নিয়ে সর্বোচ্চ ষষ্ঠবারের মতো বিবিএলের শিরোপা নিজেদের করে নিল ফ্র্যাঞ্চাইজিটি। শুরুতে নেমে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় সিডনির ইনিংস। জবাবে ১৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পার্থ।

বিগ ব্যাশের ইতিহাসে সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ডটি আগে থেকেই ছিল পার্থ স্কর্চার্সের দখলে। এবার শিরোপার সংখ্যাটা বাড়ালো তারা। এদিকে দ্বিতীয় সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন হয়েছে সিডনি সিক্সার্স। এছাড়া দুইবার শিরোপা জিতেছে ব্রিসবেন হিট। আর একবার করে চ্যাম্পিয়ন হয়েছে সিডনি থান্ডার, মেলবোর্ন রেনেগাডস, মেলবোর্ন স্ট্রাইকার্স ও হোবার্ট হারিকেন্স।

পার্থে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে সিডনি থান্ডার্স। মাত্র ৭ রান করে আউট হন ওপেনার ড্যানিয়াল হিউজ। এরপর ২৪ রান করে করেন ওপেনার স্টিভেন স্মিথ, জশ ফিলিপস ও দলনেতা মোজেস হেনরিকস। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি।

পার্থ স্কর্চার্সের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন ঝাই রিচার্ডসন ও ডেভিড পাইনে। দুটি উইকেট পেয়েছেন মাহলি বেয়ার্ডম্যান।

মাত্র ১৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে পার্থকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফিন অ্যালেন ও মিচেল মার্শ। উদ্বোধনী জুটিতেই আসে ৮৫ রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। মাত্র ২২ বলে ৩৬ রান করেন ফেরেন অ্যালেন। পরের উইকেটে নেমে ৫ রান করেন অ্যারন হার্ডি। আর ওপেনার মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৪৪ রান। আর দলনেতা অ্যাস্টন টার্নার করেন মাত্র ২ রান।

এরপর কুপার কনোলিকে নিয়ে জয় নিশ্চিত করেন জশ ইংলিশ। ২৯ রানে ইংলিশ ও ২ রানে কনোলি অপরাজিত থাকেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]