4450

07/07/2025 কক্সবাজার থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৩৫

কক্সবাজারের উখিয়া থেকে দুই লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন। যার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে ৩৪ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির জানান, রেজুআমতলী বিওপির একটি দল ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের জলিলের গোদা আমবাগানে অবস্থান নেয়। পরে রাত ১১টার দিকে ইয়াবা পাচারকারীরা সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দল চ্যালেঞ্জ করলে মাদককারবারীরা গুলিবর্ষণ করে। বিজিবি টহলদল পাল্টা গুলি করলে, সাথে থাকা ব্যাগ ফেলে পাহাড়ী জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায় মাদককারবারীরা। পরবর্তীতে ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে পাওয়া যায় ২ লাখ বার্মিজ ইয়াবা।

ডিএম/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]