4677

05/14/2024 মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৩০ জন

মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৩০ জন

আন্তর্জাতিক ডেস্ক

৫ মার্চ ২০২২ ০৪:৪২

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার রাজধানি পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন।

পেশোয়ারের কোচা রিসালদার এলাকার ওই মসজিদটিতে জুমার নামাজ চলার সময় এ বিস্ফোরণ হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন।

পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর প্রাদেশিক রাজধানী শাখা ক্যাপিটাল সিটি পুলিশের (সিসিপি) পেশোয়ার শাখার মুখপাত্র ইজাজ আহসান জানিয়েছেন, মসজিদটিতে পুলিশী নিরাপত্তা ছিল। শুক্রবারও প্রধান ফটকের বাইরে দুই পুলিশ নিরাপত্তারক্ষী ছিলেন।

জুমার নামাজ শুরু হওয়ার পর মসজিদের ফটকের সামনে দুই বন্দুকধারী এসে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়লে তাদের একজন নিহত হন, অপরজন গুরুতরভাবে আহত হন। গুলি ছোড়ার কয়েক মিনিটের মধ্যেই মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।

এটি আত্মঘাতী বিস্ফোরণ কি না- তা এখনও নিশ্চত হওয়া যায়নি বলে উল্লেখ করেছেন ইজাজ আহসান। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়ও স্বীকার করেনি।

সিসিপি পেশোয়ার শাখার পুলিশ কর্মকর্তা ওয়াহিদ খান সাংবাদিকদের জানিয়েছেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকজনের মৃত্যু হয়েছে নিকটস্থ লেডি রিডিং হাসপাতালে নেওয়ার পর।

এই ঘটনায় এ পর্যন্ত ৩০ জন নিহত ও আরও ৫০ জন আহত হয়েছেন বলে ডনকে নিশ্চিত করেছেন ওয়াহিদ খান ও লেডি রিডিং হাসপাতালের মিডিয়া ম্যানেজার আসিম খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাৎক্ষণিকভাবে দেওয়া এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশপাশি আহতদের সুচিকিৎসার জন্য নির্দেশও দিয়েছেন তিনি।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]