5173

07/08/2025 পুলিশের কাছে জরিমানা গুনলেন আল্লু অর্জুন

পুলিশের কাছে জরিমানা গুনলেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক

৬ এপ্রিল ২০২২ ২০:৪৯

সম্প্রতি আল্লু অর্জুনকে নিজের গাড়ি রেঞ্জ রোভার লাক্সারি এসইউভিতে কালো রঙের কাচ ব্যবহারের জন্য জরিমানা করেছে পুলিশ।

ভারতের হায়দরাবাদ পুলিশের হাতে ধরা খেয়ে ৭০০ টাকা জরিমানা গুনতে হয়েছে দক্ষিণী এই সুপারস্টারকে। এর আগে বেশ কয়েকদিন ধরে আল্লুর গাড়িকে নজরে রেখেছিল পুলিশ।

মূলত, ভারতে গাড়ির জানালায় কালো কাচ ব্যবহার নিষিদ্ধ। কাচের আড়ালে যাতে কোনো অনৈতিক কাজ কেউ করতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা। কিন্তু দেখা যায়, এই নিষেধাজ্ঞা ভেঙে অনেক তারকাই তাদের গাড়ির জানালায় কালো কাচ ব্যবহার করে।

তাদের যুক্তি, এই কাচ থাকলে গাড়ির ভেতরে কে রয়েছে তা বোঝা যায় না। ফলে ভক্তদের হঠাৎ ঝামেলা থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া কালো কাচ তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কিন্তু এসব কোনো যুক্তিই পুলিশের কাছে খাটেনি। যেমনটি হয়েছে আল্লু অর্জুনের বেলায়।

ডিএম/তাজা/২০২২

সূত্র: এবিপি নিউজ, আনন্দবাজার

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]