5309

05/16/2024 মা হতে চেয়ে স্ত্রীর আবেদন, প্যারোলে মুক্তি পেলেন স্বামী

মা হতে চেয়ে স্ত্রীর আবেদন, প্যারোলে মুক্তি পেলেন স্বামী

রকমারি ডেস্ক

১৬ এপ্রিল ২০২২ ২১:২০

অদ্ভুত কারণ দেখিয়ে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক স্বামীর প্যারোলে মুক্তি চেয়ে আদালতে আবেদন করেন তার স্ত্রী। আদালতও স্ত্রীর সেই আবেদন মঞ্জুর করেছেন। ঘটনাটি ঘটেছে প্রতিবেশী দেশ ভারতে। যোধপুর হাইকোর্ট ওই নারীর আবেদন মঞ্জুর করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি নন্দলালকে ১৫ দিনের প্যারোলে মুক্তি দিয়েছেন।

আবেদনে ওই নারী বলেন, ‘আমি গর্ভবতী হতে চাই, আমার গর্ভবতী হওয়ার অধিকার আছে। তাই স্বামীকে মুক্তি দিতে হবে।’

যোধপুর আদালতের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সন্দীপ মেহেতা এবং ফারজাদ আলি মেনে নিয়েছেন, নন্দলাল নামে ওই আসামি জেলবন্দি থাকায় তাঁর স্ত্রী মানসিক এবং শারীরিক সুখ থেকে বঞ্চিত হচ্ছেন।

তাছাড়া দুই বিচারপতি যুক্তি দিয়েছেন, ভারতের সংবিধান ‘বংশরক্ষার অধিকার’কে স্বীকৃতি দেয়। পাশাপাশি ওই ব্যক্তি যেন জেল থেকে মুক্তি পাওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেটাও নিশ্চিত করতে চাইছিল দুই বিচারপতি।

সবদিক বিবেচনা করেই নন্দলালের ১৫ দিনের জন্য প্যারোলের আবেদন মঞ্জুর করেন ভারতীয় আদালত। এর আগেও অবশ্য ২০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন নন্দলাল। সেসময় প্যারোলের সব শর্ত পূরণ করেন তিনি। সেই রেকর্ডও তার পক্ষে গেছে।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]