5350

05/04/2024 দুর্বল কাদিজের কাছেও হেরে গেলো বার্সেলোনা

দুর্বল কাদিজের কাছেও হেরে গেলো বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

১৯ এপ্রিল ২০২২ ২১:১৮

টানা কয়েকটি জয়ে যেন নিজেদের কক্ষপথ খুঁজে পেয়েছিল বার্সেলোনা। নতুন কোচ জাভি হার্নান্দেহের অধীনে যেন ঘুরে দাঁড়ানোর আভাসই দিয়েছিল স্পেনের জনপ্রিয় ক্লাবটি।

কিন্তু গত একটি সপ্তাহে আবারও সেই পুরনো দুঃস্বপ্নে ফিরে গেলো তারা। সর্বশেষ সোমবার (১৮ এপ্রিল) রাতে স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে দুর্বল কাদিজের কাছেও হারলো তারা। ১-০ গোলে বার্সাকে হারিয়ে ঘরে ফিরে গেলো কাদিজ।

এই জয়ের পর লিগের পয়েন্ট টেবিলে ১৬তম স্থানে আছে তারা। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়েই আছে বার্সেলোনা।

এই হারে লিগে ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল বার্সার। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে এটা তাদের টানা দ্বিতীয় হারা। ঠিক এর আগের ম্যাচে ফ্রাঙ্কফোর্টের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় তারা।

শুরু থেকে যদিও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু ২৭তম মিনিটেই গোল খেতে বসেছিল ক্লাবটি। সতীর্থের পাস ছয় গজ বক্সের মুখে ফাঁকায় পেয়ে বাইরে মারেন পেরেজ, এগিয়ে যাওয়া হয়নি কাদিজের। ৩৯তম মিনিটে দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ভেতর থেকে শট নেন ওসমান দেম্বেলে, কিন্তু সেটা ঠেকিয়ে দেন গোলরক্ষক।

৪৮তম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় কাদিজ। সালভির ক্রসে কাছ থেকে রুবেন সবরিনোর হেড পাঞ্চ করে ঠেকান মার্ক-আন্ড্রে টের স্টেগান। তার ফিরতি শটও কোনোরকমে বাঁচান স্টেগান। কিন্তু বল খুব একটা দূরে সরাতে পারেননি। মাটিতে ড্রপ খাওয়ার আগেই জালে পাঠান পেরেজ।

৭৮তম মিনিটে বদলি হিসেবে খেলতে নামা লুক ডি ইয়ংয়ের দারুণ হেড ঠেকিয়ে দেন জেরামাইস লেডারমানা। ম্যাচের শেষদিকে পিয়েরো এমরিক অবামেয়াংয়ের ভলি ঠেকিয়ে জাল অক্ষত রাখেন কাদিস গোলরক্ষক।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]