5359

05/15/2024 চীনের সাংহাইকে ওমিক্রণ সংক্রমন: মারা গেছে ৭ জন

চীনের সাংহাইকে ওমিক্রণ সংক্রমন: মারা গেছে ৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

২০ এপ্রিল ২০২২ ০০:৩৪

চীনের সাংহাই প্রদেশে কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্তের হার বেড়েছে। গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে অন্ততঃ ৭ জন। চীনা কর্মকর্তারা জানান, বেশিরভাগ আক্রান্তের বয়স ৬০ থেকে ১০১ বছর।

চীনে করোনা ভাইরাসের ওমিক্রণ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে সাংহাই প্রদেশে দেয়া হয় লকডাউন। সংবাদ সম্মেলনে চীনা স্বাস্থ্য কর্মকর্তা ওয়া কিয়ানু জানান, করোনা ভাইরাসের টিকা নেননি মারা যাওয়া ৭ জন।

অসমর্থিত সামাজিক মাধ্যম সূত্রে জানা গেছে, চীনের সাংহাই প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের হার বেড়েই চলেছে। তবে প্রচার মাধ্যমে কঠোর বিধিনিষেধের কারণে রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ছাড়া অন্য কোন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই করার সুযোগ নেই।

এসএন/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]