5397

07/07/2025 চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে প্রাণ গেলো দুই ভাইয়ের

চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে প্রাণ গেলো দুই ভাইয়ের

ভুঞাপু‌র (টাঙ্গাইল) থেকে

২৪ এপ্রিল ২০২২ ২৩:০১

টাঙ্গাইলের ভুঞাপু‌রে চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে দুই ভাই নিহত হয়েছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন তা‌দের মা।

রোববার (২৪ এ‌প্রিল) দুপু‌রে উপ‌জেলার পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত দুই শিশুর মধ্যে একজ‌নের নাম জানা গে‌ছে। তার নাম সা‌জিম (০৪)। সে উপ‌জেলার নিকরাইল ইউ‌নিয়‌নের এক নং পুনর্বাসন এলাকার ভ্যানচালক সুরুজ্জামা‌নের ছে‌লে। ওই শিশুর মা‌কে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফ‌রিদুল ইসলাম ব‌লেন, দুই শিশু নিহত হওয়ার খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে যা‌চ্ছে। কীভা‌বে ঘটনা ঘ‌টেছে সেটা জানা যায়‌নি।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]