5401

05/04/2025 ডেন্টালের ফল প্রকাশ, পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ

ডেন্টালের ফল প্রকাশ, পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ

স্বাস্থ্য ডেস্ক

২৫ এপ্রিল ২০২২ ০০:৪৪

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় এবার পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।

রোববার (২৪ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৩ হাজার ৮২ জন। পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফল অনুযায়ী মেধা তালিকার ৩৯ হাজার ৩৯৫ জনের মধ্যে ছেলে আছে ১৩ হাজার ৭৪৯ জন। আর মেয়ে আছে ২৫ হাজার ৬৪৬ জন।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]