5427

05/03/2024 চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দীন রিজভী মারা গেছেন

চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দীন রিজভী মারা গেছেন

বিনোদন ডেস্ক

২৬ এপ্রিল ২০২২ ২২:১৩

চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দীন রিজভী আর নেই। সোমবার (২৫ এপ্রিল) রাত ৮টায় রাজধানীর রাশমনো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি... রাজিউন)।

তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা।

তিনি বলেন, ‘রিজভী ভাই অসুস্থ ছিলেন। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। এবার সবাইকে ছেড়ে চলে গেলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দীন রিজভীর সবচেয়ে হিট সিনেমা ‘জিদ্দি’। এছাড়া তিনি ‘ছোট মা’, ‘জিদ্দি’, ‘আশা ভালোবাসা’, ‘জেলের মেয়ে’, ‘জবাবদিহি’ ও আশীর্বাদ’র মতো সিনেমা নির্মাণ করেছেন। পেয়েছেন অগণিত দর্শকের ভালোবাসা। তার সিনেমায় অভিনয় করেছেন ফারুক, কবরী, শাবানা, জসিম ও সালমান শাহ’র মতো তারকারা।

জানা গেছে, আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) বাদ জোহর নারায়ণগঞ্জে জানাজা শেষে পরিচালক তমিজ উদ্দীন রিজভীর দাফন করা হবে।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]