5484

05/20/2024 মাঝিরঘাটে ফেরির অপেক্ষায় ৩ শতাধিক গাড়ি, ভোগান্তিতে যাত্রীরা

মাঝিরঘাটে ফেরির অপেক্ষায় ৩ শতাধিক গাড়ি, ভোগান্তিতে যাত্রীরা

শরীয়তপুর থেকে

৮ মে ২০২২ ০১:৪৬

শরীয়তপুরের মাঝির ঘাটে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ বেড়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েছেন।

শনিবার (৭ মে) সকাল থেকে যানবাহনের চাপ বাড়ছে বলে বিষয়টি নিশ্চিত করেন জানান বিআইডব্লিউটিএর মাঝির ঘাটের ইনচার্জ আবদুল্লাহ ইনাম।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, শিমুলিয়া-মাঝিকান্দি ফেরিঘাটে সকাল থেকে যানবাহন আসতে থাকে। দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজতর হওয়ায় দিন দিন যানবাহনের চাপ বাড়ছে এ ঘাটে। ঘাটে ফেরি কম হওয়ায় যানবাহন পারাপারে ধীরগতি। ফলে জট বাঁধছে গাড়ির। এই রুটে যাত্রীবাহী বাস না চললেও ব্যক্তিগত গাড়ি পারাপার হয় বেশি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ২০টি লঞ্চ, ৫০টি সি-বোর্ড ও ৫টি ফেরি দিয়ে এই রুটে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

বরিশাল থেকে মোটরসাইকেল আসা রহমান মিয়া বলেন, কাল থেকে ছুটি শেষ। আজ ঢাকা না যেতে পারলে কাল সমস্যা হয়ে যাবে। তাই আজ চলে যাচ্ছি। ঘাটে অনেক সিরিয়াল। পার হতে সময় লাগছে। আবার ফেরি আসতেও দেরি হচ্ছে।

বিআইডব্লিউটিএর ইনচার্জ আবদুল্লাহ ইনাম বলেন, শনিবার সকাল থেকে ঢাকাগামী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। আমরা চেষ্টা করছি যাতে ভোগান্তি ছাড়া যাত্রী ও যানবাহন পারাপার হতে পারে।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]