5956

10/27/2025 ট্রাকচাপায় প্রকৌশলীর মৃত্যু

ট্রাকচাপায় প্রকৌশলীর মৃত্যু

টাঙ্গাইল থেকে

৬ আগস্ট ২০২২ ১৭:৫৪

শ‌নিবার (০৬ আগস্ট) সকাল ৭টা ৫০ মি‌নি‌টে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকায় এক‌টি ট্রাক‌কে ওভার‌টেক কর‌তে গি‌য়ে অপর ট্রা‌কের ধাক্কায় বঙ্গবন্ধু রেলসেতুর প্রকৌশলী আব্দুল মঈন (৩৫) নিহত হয়েছেন।

শাহ আব্দুল মঈন নর‌সিং‌দীর পলাশ উপ‌জেলার চর সিন্দুর এলাকার শাহ মো‌মেনের ছেলে। তি‌নি নি‌র্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর সাইট সি‌ভিল ইঞ্জিনিয়ার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ‌ফিকুর রহমান জানান, ওই প্রকৌশলী মোটরসাই‌কেল যো‌গে যা‌চ্ছিলেন। এ সময় এক‌টি ট্রাক‌কে ওভার‌টেক কর‌তে গি‌য়ে দুর্ঘটনার শিকার হন। পরে তা‌কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নেওয়া হ‌লে দা‌য়িত্বরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

তি‌নি আ‌রও জানান, তার মর‌দেহ থানায় রাখা হ‌য়ে‌ছে। তার স্বজন‌দের সঙ্গে যোগা‌যোগ করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজন‌দের কা‌ছে মর‌দেহ হস্তান্তর করা হ‌বে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]