6008

04/28/2024 এশিয়া কাপের জন্য প্রস্তুত হচ্ছেন সাইফউদ্দিন

এশিয়া কাপের জন্য প্রস্তুত হচ্ছেন সাইফউদ্দিন

ক্রীড়া ডেস্ক

১০ আগস্ট ২০২২ ০২:৪০

আসন্ন এশিয়া কাপ দিয়ে মাঠে ফিরতে চান অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এজন্য নিজেকে প্রস্তুত করছেন।

ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরে এক সপ্তাহের বিশ্রামে ছিলেন সাইফউদ্দিন। এর পর শুরু করেন ফিটনেস ট্রেনিং। শুক্রবার থেকে শুরু হয়েছে স্কিল অনুশীলন। সোমবার মিরপুরে পূর্ণ রানআপে বল করেছেন বিসিবির ফিজিওর উপস্থিতিতে। সব মিলিয়ে ইতিবাচক সাইফউদ্দিন।

এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে মঙ্গলবার খুলনায় যাবেন তিনি। সেখানে বাংলাদেশ টাইগার্সের হয়ে এইচপি ইউনিটের বিপক্ষে একটি পঞ্চাশ ওভারের ম্যাচ আর দুটি টি-টোয়েন্টি খেলবেন।

সোমবার মিরপুরে সংবাদ মাধ্যমকে সাইফউদ্দিন জানান, ‘যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ খুলনায় অনুশীলন ম্যাচ (এইচপি ও বাংলাদেশ টাইগার্সের মধ্যে) খেলতে যাবেন। প্রথম থেকেই আজ ফুল রানআপে বল করেছেন। ইনটেনসিটি হয়ত শতভাগ না থাকলেও আস্তে আস্তে বাড়াবেন। আগের চেয়ে ভালো বোধ করছেন বলেই আত্মবিশ্বাসী তিনি।’

আরও জানান, ‘প্রত্যেক খেলোয়াড়েরই লক্ষ্য থাকে এশিয়া কাপ খেলা। কিন্তু তিনি অনূর্ধ্ব-১৯ দলের হয়েও এশিয়া কাপ খেলিনি। দুটি আইসিসি ইভেন্ট খেললেও এশিয়া কাপে খেলা হয়নি তার। তাই এটা নিয়ে বাড়তি একটা রোমাঞ্চ কাজ করছে, সুযোগ পেলে অবশ্যই আনন্দিত হবেন।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]