6213

04/27/2024 বাড়লো সয়াবিন তেলের দাম

বাড়লো সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট ২০২২ ২৩:১৮

আবারও লিটারে ৭ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯২ টাকায়। আগে দাম ছিল ১৮৫ টাকা।

মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম আজ থেকেই কার্যকর হবে। অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাবে দেশে সয়াবিন তেলের দাম দুইশো টাকা ছাড়ায়। পরে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করা হয়। এর এক মাস পরে আবার তেলের দাম বাড়ানো হলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ আগস্ট সরকারের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, বৈঠকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আলোচনার পর লিটারে ৭ টাকা বা ৩ দশমিক ৭৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]