6267

11/10/2025 অনুশীলনে শাহিন আফ্রিদি

অনুশীলনে শাহিন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক

২৫ আগস্ট ২০২২ ২২:৪৮

ইনজুরির কারণে এশিয়া কাপে দেখা যাবে না পাকিস্তানের প্রধান পেসার শাহিন শাহ আফ্রিদিকে। আগামী চার থেকে ছয় সপ্তাহ খেলতে পারবেন না। তবে বুধবার দুবাইয়ে পাকিস্তানের অনুশীলনে হঠাৎই দেখা যায় তাকে।

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, দুবাইয়ে এই মুহূর্তে ইনজুরির চিকিৎসা করাচ্ছেন শাহিন। আলাদাভাবে নয়, দলের সঙ্গে একই হোটেলে থাকছেন শাহিন।

জানা গেছে, অধিনায়ক বাবর আজম তাকে অনুরোধ করেন, টুর্নামেন্ট চলার সময় পর্যন্ত তাদের সঙ্গে হোটেলে থাকতে। শাহিন তাতে রাজি হয়েছেন। সে কারণেই তিনি অনুশীলনে হাজির হন। সে না খেললেও সতীর্থদের উৎসাহ জোগাতে তিনি অনুশীলনে গিয়েছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]