6436

05/19/2024 প্রয়োজনীয় কিছু মেকআপ টিপস

প্রয়োজনীয় কিছু মেকআপ টিপস

লাইফস্টাইল ডেস্ক

৫ সেপ্টেম্বর ২০২২ ০৫:৫৩

মেকআপ টিপস অ্যান্ড ট্রিকস জানা থাকলে সহজেই চমৎকার লুক নিয়ে আসা যাবে চটজলদি। ফাউন্ডেশন, প্রাইমার, ব্লাস অথবা কালার কারেক্টিং প্যালেট কাজে লাগাতে জেনে নিন দরকারি ৭ টিপস।

দিনের মেকআপের ক্ষেত্রে নিজেকে ফ্রেশ দেখানোটা জরুরি। ত্বকের টোনের কাছাকাছি কনসিলার ব্যবহার করে ত্বকে থাকা কালচে দাগ বা ডার্ক সার্কেল ঢাকতে পারেন। দিনের মেকআপে ফাউন্ডেশন সরাসরি ব্যবহার না করে ফেস ক্রিমের সঙ্গে মিশিয়ে নিন। এরপর ত্বকে লাগিয়ে স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিন।
খুব তাড়াহুড়ো থাকলে কনসিলার ব্রাশের সাহায্য নিয়ে চোখের নিচে ও নাকের কাছটায় লাগিয়ে নিন।
একই মেকআপ বিভিন্নভাবে ব্যবহার করা যায়। যেমন আইশ্যাডোর রঙ ব্লাসন হিসেবে ব্যবহার করতে পারেন।

ভুল টোনের ফাউন্ডেশন পুরো সাজের বারোটা বাজিয়ে দিতে পারে। সঠিক টোনের ফাউন্ডেশন বেছে নেওয়ার সহজ উপায় হলো মুখ কিংবা গলার ত্বকে লাগিয়ে দেখা। হাতের ত্বকে লাগালে আসল রঙ বোঝা যায় না।
মেকআপ শুরুর আগে ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নেওয়া জরুরি।

লিপস্টিক ব্যবহার শেষে এক টুকরো টিস্যু দুই ঠোঁটের ভেতরের দিকে হালকা করে চেপে নিন। দাঁতে লাগবে না লিপস্টিকের দাগ।

চোখের পাপড়ি ঘন দেখাতে মাসকারা ব্যবহারের আগে সাদা পাউডার লাগিয়ে নিন চোখের পাপড়িতে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]