6665

04/30/2024 নবজাতকের পরিচর্যা

নবজাতকের পরিচর্যা

স্বাস্থ্য ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২২ ০১:৪২

সদ্য ভুমিষ্ঠ হওয়া শিশুটি প্রথম অবস্থায় পৃথিবীর আবহাওয়ার সাথে কিছুদিন বেমানান থাকে। সেজন্য তাকে আগলে রাখতে হয়, নিতে হয় বিশেষ যত্ন।

১। নবজাতকের জন্মের পর বার বার বুকের দুধ টানান। যত স্তন চুষবে তত দুধ নামবে, প্রথম ৩ দিন কষ কষ শাল দুধ, অল্পতে যথেষ্ট।

২। সদ্য জন্ম নেয়া শিশু দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত ঘুমাতে পারে, এতে দুশ্চিন্তার কারণ নেই।

৩। ৩ দিনের দিকে শরীর হলুদ হয়ে যেতে পারে ৮০% বাচ্চার । বেশি হলে জন্ডিজের পরীক্ষা করতে হবে কিন্তু রোদে দেয়া যাবে না, রোদে ক্ষতিকারক আলট্রাভায়োলেটরে রেড রে থাকে যা কিনা আপনার বাচ্চাকে ক্ষতি করতে পারে। হিট স্ট্রোক হতে পারে ।

৪। নাভি শুকনো ও পরিষ্কার রাখুন। কোন কিছু লাগানো যাবে না। নাভি শুকাতে ২/৩ সপ্তাহ সময় লাগে।

৫। বাচ্চার গায়ে কাপড় চোপড়ে কোন ডেটল ও স্যাভলন দিবেন না, ত্বকে র‌্যাশ বের হতে পারে। লাল লাল র‌্যাশ এমনি বের হয়। এমনিতেই সেরে যায় কোন চিকিৎসা লাগে না।

৬। বাইরের দুধ ধরাবেন না, যা কিনা আপনার বাচ্চাকে সমূহ ক্ষতি করতে পারে।

৭। নবজাতকের জন্য সবচেয়ে ২৫/২৬ ডিগ্রী সেন্ট্রিগ্রেড ঘরের তাপমাত্রা শ্রেয়।

৮। কম মানুষ আপনার বাচ্চাকে ধরবে। ধরার আগে হাত সাবান দিয়ে ধুয়ে নিন । আঁতুরঘর মানতে হবে প্রথম ৪০ দিন।

৯। চোখ ও নাকের সংযোগ স্থলের কোণে ১০ বার করে দৈনিক ম্যাসেজ করুন। তাহলে বাচ্চার চোখ দিয়ে পানি পড়া দূর হবে।

১০। সাধারণত দ্বিতীয় সপ্তাহ থেকে শিশুকে গোসল করাতে হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]