6670

05/04/2024 সবচেয়ে অল্প সময়ে চুল ছেঁটে বিশ্বরেকর্ড

সবচেয়ে অল্প সময়ে চুল ছেঁটে বিশ্বরেকর্ড

রকমারি ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২২ ০২:৫৯

একটি সুচারু হেয়ারকাটে আপনার সৌন্দর্য আরও সুন্দর রূপে ফুটে উঠতে পারে। এটাও এক ধরনের শিল্প। এই কাজের জন্য দরকার কঠোর মনযোগ, দক্ষতা ও পর্যাপ্ত সময়। কিন্তু শেষের এই বিষয়টিকেই যেন ভুল প্রমাণ করলেন গ্রিসের এক ব্যক্তি। মাত্র ৪৭ সেকেন্ডে অন্যের চুল ছেঁটে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

এথেন্সের বাসিন্দা কনস্টান্টিনোস কউটুপিস পেশায় হেয়ারড্রেসার। ট্রিমার ব্যবহার করে দ্রুততম সময়ে চুল ছাঁটার বিশ্বরেকর্ড এখন তার দখলে।

সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এতে দেখা যায়, কউটুপিস একটি ট্রিমার নিয়ে চেয়ারে বসা এক ব্যক্তির চুল ছাঁটছেন। মাথার এক পাশ থেকে অন্য পাশে তার হাত চলছে দ্রুত। এই কাজে কউটুপিসের দক্ষতা সত্যিই মুগ্ধ করার মতো!

মাত্র ৪৭ দশমিক ১৭ সেকেন্ডে ওই লোকের চুল কাটা শেষ করেন হেয়ারড্রেসার কউটুপিস। কাজ শেষ হলে তিনি কতটুকু চুল ছাঁটলেন তা স্কেল দিয়ে মেপে দেখে গিনেস কর্তৃপক্ষ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, দ্রুত চুল কাটা দরকার? ৪৫ সেকেন্ড হলে কেমন হয়?

ভিডিও দেখে কউটুপিসের দক্ষতার প্রশংসা করেছেন অনেকে। তবে নেতিবাচক মন্তব্যও করেছেন কেউ কেউ।

সূত্র: এনডিটিভি

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]