6708

05/04/2024 দূষণের তালিকায় ঢাকা ৩১তম

দূষণের তালিকায় ঢাকা ৩১তম

ডেস্ক রিপোর্ট

১৭ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩১

দূষণের তালিকায় রাজধানী ঢাকা ৩১তম শহর হিসেবে বিবেচিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল নয়টা ১০ মিনিটে এ খবর জানা যায়। এই শহরের স্কোর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৫। ৫০-১০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘মধ্যম’ বলা হয়।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই, তাইওয়ানের কাওশিউং ও পাকিস্তানের করাচি যথাক্রমে ১৫৬, ১৫৩ ও ১৪১ একিউআই স্কোর নিয়ে তালিকায় প্রথম তিনটি স্থানে রয়েছে।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। একইভাবে, ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‌‘খারাপ’ বলা হয়। যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]