6738

05/08/2024 কামরাঙ্গীরচরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

কামরাঙ্গীরচরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

ডেস্ক রিপোর্ট

১৮ সেপ্টেম্বর ২০২২ ০৪:৩৪

রাজধানীর কামরাঙ্গীরচর কয়লারঘাট এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ছুরিকাঘাতে আহত মো. হৃদয় (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে ভ্যানিটি ব্যাগ কারখানার শ্রমিক ছিল।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। হৃদয় নোয়াখালী সদর জেলার সালতা ধর্মপুর গ্রামের মোহাম্মদ সোহাগ মিয়ার ছেলে।

ভ্যানিটি ব্যাগ কারখানার মালিক জানান, কামরাঙ্গীরচরের কয়লার ঘাট এলাকায় তার একটি ভ্যানিটি ব্যাগের কারখানা রয়েছে। হৃদয় সেখানে এক বছর ধরে কাজ করছে। রোববার (১১ সেপ্টেম্বর) নাইট ডিউটি করার পর ভোরে বের হলে দুই ছিনতাইকারী তাকে চুরি আঘাত করে পালিয়ে যায়। পরে হৃদয়কে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান চৌধুরী জানান, তারা খবর পেয়ে ঢামেক হাসপাতাল থেকে মরদেহ সংগ্রহ করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য আবার ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]