6869

05/02/2024 সৈকতে এসে ১৪ তিমির মৃত্যু

সৈকতে এসে ১৪ তিমির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২২ ০৫:১৩

অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দূরবর্তী সৈকতে আটকা পড়া বিশাল সংখ্যক তিমির মধ্যে ১৪টি মারা গেছে বলে জানিয়েছেন দেশটির বন্যপ্রাণীর তদন্তকারীরা। বুধবার (২১ সেপ্টেম্বর) এক ডজনের চেয়ে বেশি তিমিকে উদ্ধার করে তদন্তকারী দল। খবর- এএফপির

তাসমানিয়ার উত্তর উপকূলের কিং উপদ্বীপে গত সপ্তাহে ১৪টি তিমি উদ্ধার করা হয়।

জীববিজ্ঞানী ও পশু চিকিৎসকরা উপদ্বীপে তদন্তের জন্য যাচ্ছেন। আকাশ পথে সেখানে এখন কোনো আটকে পড়া তিমিকে দেখা যায়নি বলে নিশ্চিত হয়েছেন তারা।

রাজ্যের সংরক্ষণ সংস্থার বন্যপ্রাণী জীববিজ্ঞানী ক্রিস কারলোন স্থানীয় পত্রিকায় জানান, অল্প বয়সী তিমিগুলোর মৃত্যু বিষয়টি দুঃসাহসিক কাজ হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]