6894

04/19/2024 মুক্তি পাচ্ছে কমেডি-ড্রামা ‘ডক্টর জি’

মুক্তি পাচ্ছে কমেডি-ড্রামা ‘ডক্টর জি’

বিনোদন ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২২ ০৩:৫৯

আয়ুষ্মান ও রাকুল প্রীত সিং অভিনীত মেডিকেল ক্যাম্পাসের কমেডি-ড্রামা '‌ডক্টর জি' অবশেষে আগামী ১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই সিনেমায় প্রধান চরিত্রে শেফালি শাহকেও দেখা যাবে। আয়ুষ্মান তার সোশ্যাল মিডিয়ায় এ সিনেমার মুক্তির দিন ঘোষণা করেছেন।

ছবিটি পরিচালনা করেছেন অনুভূতি কাশ্য়প। সিনেমায় আয়ুষ্মানকে মেডিকেল পড়ুয়ার ভূমিকায় দেখা যাবে। সিনেমায় যেমন কৌতুক রসের সৃষ্টি করে, তেমনি সমাজের ওপর গভীর প্রভাবও ফেলে। এককথায় বলা চলে, আয়ুষ্মান বহুমুখী প্রতিভার জন্যই জনপ্রিয়।

ইনস্টাগ্রামে এ ছবির মুক্তির দিন ঘোষণা করে আয়ুষ্মান লিখেছেন: '‌জীবন আমার পুরো গুগলি, হতে চেয়েছিলাম অর্থপেডিক, হয়ে গেলাম ডক্টর জি ৷ অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য় প্রস্তুত হোন।'

'‌ডক্টর জি' সিনেমা মুক্তির ১১ দিন পর মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘রাম সেতু’ এবং অজয় দেবগনের ‘থ্যাঙ্ক গড’। সেই হিসাবে একই মাসে মুক্তি পাচ্ছে রাকুল প্রীত সিংয়ের দুই সিনেমা। কারণ, ‘থ্যাঙ্ক গড’ সিনেমায় অজয়ের নায়িকা রাকুল।

অনুভূতি কাশ্যপ পরিচালিত এ সিনেমাকে বলা হচ্ছে ক্যাম্পাস কমেডি-ড্রামা, যেখানে দুই কেন্দ্রীয় চরিত্র ডাক্তার। চিত্রনাট্য লিখেছেন সুমিত সাক্সেনা, বিশাল ওয়াঘ ও সৌরভ।

প্রসঙ্গত, গেল বছরের জুলাই মাসে ছবির শুটিং শুরু করেছিলেন নির্মাতারা। এর আগে যখন ছবির প্রথম লুক প্রকাশিত হয়, তখন জানানো হয়েছিল '‌ডক্টর জি'‌ পর্দায় আসবে এ বছরের জুনে। আপাতত আগামী মাসে আসতে চলেছে এ ছবি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]