6898

03/29/2024 ‘চুম্বন’ আসলে কতটা উপকারি

‘চুম্বন’ আসলে কতটা উপকারি

লাইফস্টাইল ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২২ ০৪:৪৯

চুম্বনের ফলে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিংবা দাম্পত্য জীবনে চুম্বন গভীর প্রভাব বা নানামুখী উপকারিতা রয়েছে বলে খবর প্রকাশ হয়। এবার জানা গেল চুম্বনের কোনো উপকারিতাই নেই। সোশ্যাল মিডিয়ায় লিখাও হয়েছে, ‘চুম্বনই আপনার বাঁচার শক্তি বাড়াবে’ অথবা ‘চুম্বন করলে আদান-প্রদান হয় ব্যাকটেরিয়া, যা শরীরের জন্য ভীষণ উপকারী’।

বিভিন্ন সময়ে এ ধরনের সংবাদকে গবেষণারও দাবি বলেও তুলে ধরা হয়। কিন্তু কোথায় বা কারা এ ধরনের গবেষণা করেছেন স্পষ্ট উল্লেখ থাকে না।

চুম্বনের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কি না, এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের মতে, চুম্বনে উপকারিতা থাকলেও রোগ প্রতিরোধ ক্ষমতা নেই।

ডা. হরষিত কুমার পাল জানান, ‘ফেসবুক ও নানান পত্র-পত্রিকায় এমন বিষয় দেখেছি। আসলে এসবের বেশির ভাগই ভুয়া কথাবার্তা বা আংশিক কথা। যদি কোনো গবেষণা থাকে সেটা কাদের ওপর হয়েছে, কতদিন ধরে হয়েছে, কোন বয়সের মানুষের ওপর হয়েছে, তাদের মানসিক অবস্থা কেমন ছিল এসব বিষয় দেখতে হবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]